টেস্ট অধিনায়ক সাকিবই নেই প্রস্তুতি ম্যাচে


 অ্যান্টিগায় আজই প্রথম মাঠের অনুশীলনে নেমেছে বাংলাদেশ দল। কাল কুলিজ ক্রিকেট মাঠে শুরু হবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। কিন্তু যত দূর জানা গেছে, বাংলাদেশ দল ম্যাচটি খেলতে নামছে টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই।

বিসিবি প্রধান নাজমুল হাসানের কাছ থেকে আগেই ছুটি নিয়ে রেখেছিলেন সাকিব। সরাসরি অ্যান্টিগায় না গিয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে আগামীকাল তিনি দলের সঙ্গে যোগ দেবেন, এমনই কথা ছিল। কিন্তু দল সূত্রে জানা গেছে আগামীকালও নয়, সাকিব দলের সঙ্গে যোগ দেবেন পরশু ১১ জুন।

টেস্ট নেতৃত্ব পাওয়ার পর সাকিবের দলকে নেতৃত্ব দেওয়ার প্রথম সুযোগ তিন দিনের এই প্রস্তুতি ম্যাচ। দলের সঙ্গে থাকলে সাকিব হয়তো এই ম্যাচ থেকেই টেস্ট নিয়ে নিজের চিন্তাটা সতীর্থদের মধ্যে ছড়িয়ে দিতে পারতেন। মাঠের খেলায় নিজের চিন্তাভাবনার বাস্তবায়নও ঘটাতে পারতেন। কিন্তু সেটি এখন আর হচ্ছে কই!
অ্যান্টিগায় যাওয়ার পর মাত্র এক দিন অনুশীলন করে প্রস্তুতি ম্যাচ খেলতে নামলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যেন এটারই অপেক্ষায় ছিলেন ক্রিকেটাররা।

মুঠোফোনে আজ বাংলাদেশ দলের এক ক্রিকেটার বলছিলেন, ‘এখানে আসার পর ফিটনেস অনুশীলনই হয়েছে বেশি। মাঠের অনুশীলন তেমন হয়নি। প্রস্তুতি ম্যাচটা তাই আমাদের সাহায্য করবে।’

১৬ জুন থেকে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ২৪ জুন সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ